শষ্য বীমার ক্যাম্প বীরভূম জেলার খয়রাশোলে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বর্ষা প্রায় অন্তিম লগ্নে কিন্তু স্বাভাবি বৃষ্টি পাত না হওয়ায় চাষিরা এখনো রোয়ার কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি।।বীজ তলাতেই বীজ শুকিয়ে শুকিয়ে মরছে আবার কোথাও বীজের বয়সজনিত কারণে বীজ গুলো কেটে গরুকে খাইয়ে ফেলছে, আর চাষের উপর ভরসা রাখতে পারছে না। ইতিমধ্যে যে সমস্ত জমিতে ধান রোপন করা হয়েছে সেগুলো কিভাবে বাঁচানো যাবে তাহা নিয়েই চাষীরা চিন্তিত। সেই অবসরে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত চাষীদের মুখে হাসি ফোটাতে শুরু হয়েছে বাংলা শষ্য বীমা যোজনার ফরম পূরণের কাজ।আজ ১০ ই আগস্ট খয়রাশোল ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে এবং হজরত পুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় হজরতপুর পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় এলাকার চাষীদের শষ্য বীমা ফর্ম বিতরণের কাজ।শষ্য বীমায় চাষীদের উৎসাহ দিতে সভায় উপস্হিত ছিলেন খয়রাশোল ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শালিনী মহাপাত্র, ব্লক সহ কৃষি উন্নয়ন আধিকারিক স্বরুপ পাণ্ডা, হজরতপুর পঞ্চায়েত প্রধান ফুলমনি রুইদাস, পঞ্চায়েত সেক্রেটারী অপরূপ ব্যানার্জী, এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপন সেন প্রমূখ।শষ্য বীমার ফরম হাতে পাওয়ায় এলাকার চাষীদের মুখে হাসির রেখা দেখা যায় ।