নুপুর শর্মার কুশপুত্তলিকা দাহ ও থানায় স্মারক লিপি প্রদান লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বিশ্ব নবীর প্রতি কুরুচিকর মন্তব্যের জেরে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে বিক্ষোভ,মিছিল,প্রতিবাদ সভা,স্মারকলিপি প্রদান ইত্যাদি ভাবে সর্বত্র প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। অনুরূপ ভাবে মঙ্গলবার রাজায়ে মোস্তফা লোকপুর থানা কমিটির উদ্যোগে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় খন্নি গ্রামে হজরত সৈয়দ শাহতাজ ওলীর মাজার সংলগ্ন প্রাঙ্গণে।বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নূপুর শর্মার শাস্তির দাবি তোলা হয় সেই সাথে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।এদিন লোকপুর থানা এলাকার বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রামের লোকজন জমায়েত হোন। এদিন শান্তিপূর্ণ ভাবে একজায়গায় দাড়িয়ে প্রতিবাদ সভা সংগঠিত করার সিদ্ধান্ত নেয়এবং দশজনের প্রতি নিধি দল গিয়ে লোকপুর থানায় স্মারক প্রদান করার কথা ঘোষণা করেন কমিটির পক্ষে শিক্ষক সেখ জুলফিকার আলী। সেইমতো দশজনের প্রতিনিধি গিয়ে লোকপুর থানায় স্মারক লিপি প্রদান করেন, সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার মোহতাসিম আক্তার,চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযুষ কান্তি লায়েক, ওসি সন্তোষ ভকত। রাজায়ে মোস্তফা লোকপুর থানা কমিটির পক্ষে ছিলেন কমিটির সভাপতি হাফিজ মহম্মদ শামিউল খান,সম্পাদক মৌলানা নাজমুদ্দিন,মৌলানা মহম্মদ শামিম সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

    রাজায়ে মোস্তফা কমিটির সভাপতি হাফিজ শামিউল খান আজকের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে জানান বিস্তারিত তথ্য।