সংকটময় মুহূর্তে মালদা অনুভব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ভ্রাম্যমান রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়

মালদা: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারের রক্তের ভাঁড়ার শূন্য। এইরকম সংকটময় মুহূর্তে মুমূর্ষু হতভাগ্য থালাসেমিয়া রোগীরা বিপাকে পড়েছেন ।শুক্রবার সকালে মালদা অনুভব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও মালদা আই এম এর সহযোগিতায়, মালদা আই এম এ ভবন থেকে ভ্রাম্যমান রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়। শিবিরে রক্ত দান করেন মালদা জেলা সাংবাদিক সৌম্য দে সরকার ছাড়াও ২১ জন রক্তবন্ধু অভিনব সুসজ্জিত এ সি বাসে রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণে উপস্থিত ছিলেন মালদা অনুভব ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক অনুকুল বিশ্বাস মহাশয়, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা আই এম এর সভাপতি ডা: তাপস চক্রবর্তী জাগরণ মালদার সদস্য শুভজিৎ দাস, শতধরা ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার সমরেশ ঘোষ প্রমূখ।