|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: সবার দুঃখে কাঁদব আমি হাঁসব সবার সুখে, আমার মুখের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। পল্লীকবি জসিমুদ্দীনের কবিতার, ( পড়ুন মনের কথায়) সায় দিয়েই নিজের জন্মদিন পালন করলেন বীরভূমের দুবরাজপুরের যুবক অভিক মিশ্র। আগাগোড়া সমাজসেবা মনোভাবাপন্ন বছর তেইশের অভীক তার ২৩ জন্মদিন পালন করলেন এক অনাথ আশ্রমেরর শিশুদের নিয়ে। দুবরাজপুরের নায়েকপাড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী বাবা মানব মিশ্র ও মা রুপা মিশ্র সহ অভীকের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে চলে আসেন বোলপুরের মির্জাপুরের একটি আশ্রমে। আশ্রমের ৫১ জন অনাথ শিশুদের হাতে খাতা, পেনসিল বক্স, চকলেট সহ নানান উপহার সামগ্রীও তুলে দেন। অনাথ আশ্রমের শিশুদের নিয়ে তার জন্মদিন পালন করাটাও অভিনব ভাবনা। একই সঙ্গে দুপুরের খাবারেরও ব্যবস্হা করেন। সবে পড়াশুনো শেষ করা বছর তেইশের অভীক মিশ্র ইঞ্জীনিয়ারিং পড়া্ শেষ করেই সমাজসেবামূলক কাজে নিয়োজিত আছে। কোরনা আবহে দুবরাজপুর ছাড়াও ইলামবাজার, বোলপুর, সিউড়ী সহ জেলার বিভিন্ন প্রান্তে অক্সিজিনের সিলিন্ডার বাইকে করে পৌছে দিয়েছে রোগীর বাড়ীতে। কোরনা আবহে জীবনের ঝুঁকি নিয়েও নিজেকে সেবামূলক কাজে লিপ্ত রেখেছে অভীক। এদিন মির্জাপুরের আশ্রমে অভীককে আশীর্বাদ করার পর সমাজকর্মী জেলার রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হক বলেন, এই বয়সে তো তরুন ছেলেরা নিজেদের কেরিয়ার আর ব্যাক্তিগত কাজেই ব্যাস্ত। অভীক নিজের পড়াশোনার পাশাপাশি সমাজের জন্য যা কাজ করে তা প্রশংসার যোগ্য।