গলসিতে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ সকল অতিথি, ঘটনায় বালিত রাতের প্রিতীভোজ

আজিজুর রহমান : গলসির উচ্চগ্রামে বিয়ে বাড়িতে খাবার খেয়ে অসুস্থ চল্লিশ অধিক মানুষ তাদের মধ্যে পুরুষ মহিলা ও কয়েকজন শিশু রয়েছে। জানা গেছে, গলসি উচ্চগ্রামের বুধুন বাগ্দীর ছোট ছেলের জয়ন্ত বাগ্দীর বিয়ে হয়েছিল আউস গ্রামের মাঝের গ্রামের যাদব বাগ্দীর মেয়ে শিখা বাগ্দীর সাথে। আজ প্রিতীভোজের সকালে অতিথি প্রতিবেশীরা দশটায় মুড়ি, কুমোডোর তরকারী সাথে বোদে খাবার পরই বমি ও পাইখানা শুরু হয়। তারপরই সকলে অসুস্থ হয়ে পরে। শুরু হয় লাগাতার বমি ও পাইখান। ঘটনা পরই বিয়ে বাড়িতে স্বাস্থ্যের টিম নিয়ে পৌছায় হাসপাতালের বিএমওএইজ ফারুক হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। হাসপাতাল ও পুলিশের উদ্দ্যোগে অসুস্থ ৪৪ জন রোগিকে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এনে চিকিৎসা করা। ঘটনাস্থলে আশেপাশের মানুষকে স্লাইন বিতরণ ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয় স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে। পাশাপাশি এলাকায় বিভিন্ন জায়গায় ব্লিচিং ছড়িয়ে মানুষকে সতর্ক করা হয়। বন্ধ করা হয় এলাকায় ব্যাবহিত নলকুপটি। পুকুরের জল ব্যবহার নিষেধ করতে পোস্টার সাটা হয় পুলিশ ও স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে। হাসপাতাল কতৃপক্ষ জানাই খাবারে ব্যাক্টরিয়া (ফুড পয়জেন) ঘটিত কারনে এমন ঘটনা ঘটেছে বলে ধারনা তাদের। এদিকে হাসপাতালে অসুস্থদের মধ্যে আট দশ জন শিশু রয়েছে বলে জানা গেছে। চিকিৎসার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতে নাগালে আসে বলে জানাই হাসপাতাল কতৃপক্ষ। ঘটনার পরই হাসপাতালে রোগিদের শারীরিক খবর নিতে আসেন গলসি ওসি দীপঙ্কর সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পর্যাপ্ত অ্যমবুলেন্সের ব্যবস্থা রাখা পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে। পাশাপাশি বিয়ে বাড়িতে স্বাস্থ্যকর্মীদের রেখে পরিস্থিতি নজরে রাখা হয়। বিয়ে বাড়িতে এমন ঘটনার হকচকিয়ে যায় সাধারণ মানুষ। তবে খাবার না খাওয়ায় সুস্থ রয়েছেন বর ও কনে। ঘটনার কারনে রাত্রে প্রিতীভোজের অনুষ্ঠান বাতিল হয়ে গেছে।