|
---|
রবিউল ইসলাম ও সামিম হোসেন, সাগরদিঘি : রাজ্যে সদ্য বিধানসভা নির্বাচনের সময় কোভিডের দ্বিতীয় ঢেউ বেশি ভয়াঙ্কর রুপ ধারণ করেছে। সেই সময় থেকেই করোনার চোখরাঙানি লাগাতার বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। যদিও এখন কিছুটা হলেও কমেছে কোভিডের আক্রান্ত। বামফ্রন্ট বিধানসভা নির্বাচনে হেরেও করোনার প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষকে ভরসা জোগাতে নজর কেড়ে পথে নেমেছে ‘রেড বাহিনী’ । বামেরা যার পোশাকি নাম দিয়েছেন ‘রেড ভলান্টিয়ার্স’। রাজ্যের বিভিন্ন জেলায় সি পি আই (এম)এর মূলত যুব এবং ছাত্র সংগঠনের ছেলেমেয়েদের নিয়ে তৈরি হয়েছে ‘ রেড ভলান্টিয়ার্স’।
কোভিডের দ্বিতীয় ঢেউ মাথা চাড়া দিতেই বঙ্গজুড়ে রাস্তায় নেমে পড়েন বামপন্থী ছাত্র-যুবরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা কখনও কোভিড রোগীদের জন্য খাবার সরবরাহ করেছেন, কখনও আবার অক্সিজেন জোগাড় করে ছুটেছেন কাঁধে করে। এমনকী, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা এবং হাসপাতালে ভর্তি করে দেওয়ার কাজও নজির গড়ে চলেছেন তাঁরা।আবার করোনা আবহে পর্বে লকডাউনের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে অভুক্ত মানুষদের জন্য ‘শ্রমজীবী ক্যান্টিন’ খুলেছেন। কোথাও কম দামে বাজারের ব্যবস্থায় এগিয়ে এসেছেন।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের প্রশ্ন উঠছে কারা এই ‘রেড ভলান্টিয়ার্স’? দলীয় সূত্রে জানা গিয়েছে, কোভিড মোকাবিলায়, দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষের সহায়তা করার জন্য একদল তরুণ-তরুণী অনবরত ছুটে বেড়াচ্ছে, অক্সিজেনের খোঁজে, হসপিটাল বেডের খোঁজে, ওষুধের খোঁজে। এরা মূলত সিপিআই(এম), এসএফআই, ডিওয়াইএফআই ও অন্যান্য বামপন্থী দলের কর্মী, সদস্য ও সমর্থক। তবে এই মুহূর্তে তাঁদের পরিচয় ‘রেড ভলান্টিয়ার্স’!
সাগরদিঘি বক্লের ‘রেড ভলান্টিয়ার্স’-এর কনভেনর ইফতিকার আলম বলেন, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ‘রেড ভলান্টিয়ার্স’রা কাজ করছে।অনুরুপভাবে সাগরদিঘিতেও ‘রেড ভলান্টিয়ার্স’ গঠন করা হয়েছে। বর্তমান সময়ে করোনার রূপ আরও ভয়ঙ্কর। প্রতি দিনই সংক্রমণ বাড়ছে। অসুস্থ কোভিড রোগীর জন্য অক্সিজেন জোগাড় করতে হন্যে হচ্ছেন পরিজনেরা। কখনও প্রয়োজন পড়ছে খাবার বা ওষুধের। দিবারাত্রির যে কোন সময়ে খবর পেলে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুয়ারে পৌঁছে যাচ্ছেন আমাদের ‘রেড ভলান্টিয়ার’রা। ব্লকের বিভিন্ন জায়গায় কর্মসূচির মাধ্যমে মাক্স বিলি, স্যানিটাইজেশন ও মানুষকে করোনা সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছি। এছাড়াও রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরও আয়োজন করে যাচ্ছে রেড ভলান্টিয়ার্স’রা।
তিনি আরোও জানান, আমরা হেরেছি কিন্তু হারিয়ে যায়নি। আমাদের সরকার ক্ষমতায় না থাকলেও সর্বাঙ্গিক ভাবে বিগত দিনে যে ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি, আগামীদিনেও মানুষের পাশে থেকে কাজ করে যাবো। সাগরদিঘিতে রেড ভলান্টিয়ার্স- এর লাগাতার কাজ করে যাচ্ছেন তোহিদুল হক,বাসিরুল আলম,দিলদার আলি, জিয়ারুল মল্লিক,টনিক সেখ, নজরুল ইসলাম প্রমূখ সহযোদ্ধারা।
ছবি: ইজাজ আহাম্মেদ