|
---|
আজিজুর রহমান, গলসি :জাতীয় ডাক্তার দিবসে এলাকার হাসপাতালের ডাক্তার বাবুদের সম্মান জানালেন গলসি ওসি দীপঙ্কর সরকার। এদিন তার উদ্দ্যোগে গলসি ১ ও গলসি ২ নং ব্লকের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার বাবুদেরদের সম্মানিত করা হয়। ওই কাজে এদিন হাসপাতালে আসেন থানার এসআই মোহন চক্রবর্তী সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। হাসপাতালে কর্মরত সকল ডাক্তার বাবুদের হাতে ফুল, মিষ্টি ও কলম তুলে দিয়ে সম্মানিত করেন। তাছাড়াও ওই দিনকে স্মরন রাখতে হাসপাতাল চত্বরে বেশ কিছু চারাগাছ রোপন হয় গলসি পক্ষ থেকে। জানা গেছে, ডাঃ বিধানচন্দ্র রায় একজন চিকিৎসক ছিলেন। যিনি চিকিৎসা ক্ষেত্রে তার দুর্দান্ত অবদান রেখেছিলেন। তিনি জন্মেছিলেন ১৮৮২ সালের ১ জুলাই এবং ১৯৬২ সালের ১ লা জুলাই তার মিত্যু হয়। ১৯৯১ সালে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের সম্মানে ও তাঁর অবদানকে স্বীকৃতি জানাতে এই দিনটি প্রথম উদযাপন করা হয়েছিল। সেই থেকেই দেশ জুড়ে পালিতে হচ্ছে জাতীয় ডাক্তার দিবসে। বিশেষ এই স্মরণীয় দিনটিতে পুলিশ প্রশাসনের এমন উদ্দ্যোগ খুশি হাসপাতালে কর্মরত ডাক্তার বাবুরা।