কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাতে প্রথম জটিল অস্ত্রোপচার শুরু ইসলামপুর মহকুমা হাসপাতালে

উত্তর দিনাজপুর: কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাতে উত্তর দিনাজপুর জেলায় প্রথম জটিল অস্ত্রোপচার শুরু ইসলামপুর মহকুমা হাসপাতালে । উত্তর, দক্ষিন এবং মালদা জেলার মোট ২৭ জন কুষ্ঠ রোগীকে অস্ত্রোপচার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে । কলকাতা মেডিকেল কলেজের পাঁচ জন বিশিষজ্ঞ চিকিৎসক ও ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকদের যৌথ উদ্যোগে এই জটিল অস্ত্রোপচার আয়োজন হচ্ছে । তিন দিন ধরে চলবে এই অস্ত্রোপচার শিবির।

    এবার ইসলামপুর মহকুমা হাসপাতালে এই অস্ত্রোপচার শিবির অনুষ্ঠিত হল । উত্তরবঙ্গের তিন জেলা উত্তর , দক্ষিন এবং মালদা জেলার ২৭ জন কুষ্ঠ রোগীকে এই শিবিরে আনা হয়েছে । চিকিৎসক প্রবীর যশের নেতৃত্বে ৯ জন চিকিৎসককে দিয়ে আয়োজন হল ওই অস্ত্রোপচার ।কলকাতা মেডিক্যাল কলেজের প্রবীর যশ জানিয়েছেন, ইসলামপুর মহকুমা হাসপাতালে অস্ত্রোপচার শিবিরে যে সমস্ত কুষ্ঠ রোগীকে অস্ত্রোপচার এর জন্য আনা হয়েছে দীর্ঘ দুইমাস যাবদ তাদের মেডিক্যাল কলেজের বিশিষজ্ঞ চিকিৎসকরা তাদের বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করেন । সেই পরীক্ষা নিরিক্ষার পর তাদের অস্ত্রোপচার এর জন্য বেছে নেওয়া হয়েছে । দীর্ঘ দিন অসহায় অবস্থায় থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই আশায় বুক বেঁধেছে শিবিরে আসা কুষ্ঠ রোগীরা।