বিডিওর উপস্থিতিতে ওই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন রাণু বিশ্বাস রায়

বামনগোলা, ৩০ নভেম্বর : অনাস্থা প্রস্তাব, তার জেরে তলবি সভা হয়েছিল আগেই। দলীয় সদস্যদের আনা অনাস্থায় অপসারিত হয়েছিলেন বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি প্রধান রঞ্জিতা হালদার। আজ বিডিওর উপস্থিতিতে ওই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন। নয়া প্রধান হয়েছেন রাণু বিশ্বাস রায়। দায়িত্ব পেয়ে তিনি জানিয়েছেন, নিজস্ব কোনও পরিকল্পনা নয়, দলের নির্দেশেই তিনি পঞ্চায়েত পরিচালনা করবেন।

    ১৯ আসনবিশিষ্ট মদনাবতী গ্রাম পঞ্চায়েতে বিরোধী কোনও সদস্য নেই। কিছুদিন আগে পঞ্চায়েত প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সদস্য। তলবি সভায় ১৬-০ ভোটে অপসারিত হন রঞ্জিতাদেবী। আজ তাঁর চেয়ারে বসেছেন রাণু বিশ্বাস রায়। প্রধান নির্বাচিত হয়ে তিনি বলেন, ‘আগামী দিনে দল যা বলবে, সেটাই করব। মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।’

    বামনগোলা ব্লক তৃণমূলের সহসভাপতি শ্যামল মণ্ডল বলেন, ‘এই পঞ্চায়েতে এর আগেও আমাদের প্রধান ছিলেন। আজও আমাদের প্রধান হয়েছেন। নতুন প্রধান নির্বাচিত হয়েছেন রাণু বিশ্বাস রায়। আশা করি, তিনি দলের কথামতো কাজ করবেন। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক রেখে মানুষের কাজ করে যাবেন।’