|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এবার সুপ্রিম কোর্টেও খারিজ হলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর জন্য বিজেপির আবেদন।
আসন্ন ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপরই ছেড়েছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যায় বিজেপি। শুক্রবার ছিলো সেই মামলার শুনানি।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে। তারা চাইলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। এর জন্য তারা রাজ্যের স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং এডিজি-র সঙ্গে আলোচনা করে তৃণমূল স্তরের পরিস্থিতি বিবেচনা করবে। আর যদি কেন্দ্রীয় বাহিনী না আসে, তা হলে ভোটে কোনও রকম কোনও অশান্তি বা দুর্ঘটনা ঘটলে ব্যক্তিগত ভাবে সেই দায় বর্তাবে কমিশনের উপর। হাই কোর্টের এই রায় এবং পর্যবেক্ষণে সন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। আর তার পরই বিজেপি-র আবেদন খারিজ হয়ে যায়।
প্রসঙ্গত, এই মামলায় আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল রাজ্য সরকার।
সূত্রের খবর, বাহিনী নিয়ে বুধবার রাতে বৈঠকে বসেছিল কমিশন। হাজির ছিলেন, রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি। সেখানে পরিস্থিতি খতিয়ে পর্যালোচনা করে রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোয় সায় দেয় কমিশন। প্রয়োজনে আরও চার হাজার জওয়ান মোতায়েন করা হবে বলে কমিশনকে রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়।