|
---|
আব্দুস সামাদ, জঙ্গিপুর: গ্রামীণ চিকিৎসকদের স্বীকৃতির দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় রঘুনাথগঞ্জের একটি বে-সরকারি অন্সুঠান বাড়িতে, মুর্শিদাবাদের গ্রামীণ চিকিৎসকগনের উদ্যোগে তৃতীয় সম্মেলন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়।এই দিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (A.C.M.O.H) ডাক্তার নরেন্দ্রনাথ সরেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুরশিদাবাদ গ্রামীণ চিকিৎসক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম ও জেলা সম্পাদক নুরুল ইসলাম এছাড়াও স্বাস্থ্য বিভাগের একাধিক আধিকারিক ও মুর্শিদাবাদ জেলার শতাধিক গ্রামীণ চিকিৎসকগণ।
আজকের এই সম্মেলনে একাধিক বক্তা বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন তাদের সমস্যার কথা,এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান।আজকের এই সম্মেলন থেকে রঘুনাথগঞ্জ ১ ও ২ নম্বর ব্লকের সাধারণ সম্মাদক মাসুদ মিয়া বলেন আমরা দিবারাত্রি গ্রামে গঞ্জে,শীত,বর্ষায়,এমন কি covid-19 মহামারীর এর সময় যখন পাস করা চিকিৎসকগণ সাধারণ মানুষ এবং রোগীদের নিয়ে অবহেলা করতেন চিকিৎসা করতে ভয় পেতেন,ও সঠিকভাবে চিকিৎসা করতেন না সেসময় আমরাই অর্থাৎ গ্রামীণ চিকিৎসকরা সাধারণ মানুষ অর্থাৎ রোগীদের পাশে সর্বদা ছিলাম। তবুও আমাদের কোভিদ যোদ্ধা বলে রাজ্য সরকার ঘোষণা করেন নি।এছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন গ্রামীণ চিকিৎসকদের প্রতিটি গ্রামে গ্রামে যে স্বাস্থ্য সাব সেন্টার গুলি রয়েছে সেই দপ্তরের কাজের ব্যাবস্থা করে দেওয়া,এবং রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসকদের হেলথ প্রোভাইডার নাম করণ করা হয়েছে তার পরিচয় পত্র প্রত্যেকে গ্রামীণ চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া। এছাড়াও বৈজ্ঞানিক পদ্ধতিতে যে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে তা বাস্তবে রূপ দেওয়া।