|
---|
সেখ সামসুদ্দিন : ১ ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ কোটি টাকার প্রতারণায় যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমানত আলী, বাড়ি হুগলির পান্ডুয়া এলাকায়। মধ্যপ্রদেশে জমি কেনাবেচার নাম করে বহু টাকা প্রতারণা করে ও জালিয়াতি করে গা ঢাকা দিয়েছিল মেমারিতে। মধ্যপ্রদেশ থানার পুলিশ দীর্ঘ তদন্তের পর যখন জানতে পারে মেমারিতে কোন এক জায়গায় আমানত আলী গা ঢাকা দিয়েছে, তারপরই মেমারি থানার পুলিশের সহযোগিতায় ঐ ব্যক্তি ধরা পড়ে। মধ্যপ্রদেশ ও মেমারি থানার যৌথ অভিযানে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আমানত আলীর হুগলীর পান্ডুয়া এলাকায় বাড়ি হলেও মেমারির কোন এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে ছিল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে আমানত আলির আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার এমপি থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য বর্ধমান আদালতে পেশ করে।