মুখ্যমন্ত্রীর সফরের সময় তৈরি হেলিপ্যাড চুরির অভিযোগে গ্রেফতার তিন

শিলিগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সময়, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অধীনে ৩ মাইলের কাছে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরী করা হয়েছে। ওই হেলিপ্যাডে বসানো লোহার পাইপ তিন চোর চুরি করে নিয়ে যায়।

    এই ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ মাত্র 12 ঘণ্টার মধ্যে চুরি হওয়া জিনিস উদ্ধার করে এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ভক্তি নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম বীরু বর্মন, বয়স ২৩, অর্জুন থামি বয়স ২৭ এবং কাদির হুসেন বয়স ২১৷ ধৃত অভিযুক্ত বিরু বর্মণ এবং কাদির হুসেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ড নেতাজি নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে, অভিযুক্ত অর্জুন থামি শিলিগুড়ি পৌর কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    অভিযুক্তদের গ্রেফতারের পর ফের বড় সাফল্য পেয়েছে  ভক্তিনগর থানার পুলিশ। তবে চুরির মামলার সমাধানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি ভক্তিনগর থানার সবকটি থানাই চোরদের লাগাম টেনে ধরতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।  তিন অভিযুক্তকে মঙ্গলবার ভক্তিনগর থানার পুলিশ গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে পেশ করেছে।