|
---|
মিজানুল কবির ,৪ই মার্চ ,কলকাতা ঃ ভোটের দামামা বেজে গেছে আগেভাগেই ।নিজ নিজ রাজনৈতিক দলগুলি শুরু করেছে নিজেদের মত করে ভোট প্রচার। চারিদিকে চলছে দেওয়াল লিখন। এক ইঞ্চি দেওয়াল ছাড়তে চাইনা কোন দল।
মাঝরাতে সিপিআইএমের দেওয়াল লিখনে দুষ্কৃতী হামলার সাক্ষি থাকলো বঙ্গবাসী। ঘটনাটি ঘটেছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাশিপুর – বেলগাছিয়া বিধানসভার ৩ নং ওয়ার্ডের অরবিন্দ কলোনিতে ।
শুরু হয় পাল্টা প্রতিরোধ । কার্যত মহিলারা স্রোতের ন্যায়
ঘিরে ফেলে ঘটনাস্থল্ । মানুষের মেজাজ দেখে পালায় হামলাকারিরা । ঘটনাস্থলে হাজির হয় চিতপুুর থানার পুলিশ । সঙ্গে সঙ্গে ছুটে আসেন প্রার্থী কনীনিকা বোস ঘোষ। দুস্ক্রিতীদের গ্রেফতারের দাবিতে এখনও ঘেরাও চলছে বলে জানা গেছে। ” দেখুন আমি সবে মাত্র প্রচার সেরে ঘরে ফিরেছি ,শুনতে পায় যরা দেওয়াল লিখছিলেন তাদের বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে রাস্তার মোড়ে নিয়ে যাওয়া হয় ” বলে সংবাদ মাধ্যমকে জানান কনীনিকা বোস। সরকারকে কার্যত তেঁতো ভাবে আক্রমণ করে তিনি আরও জানান ” গন্তান্ত্রিক বাতাবরণ না ঘোড়ার ডিম তৈরি করবে সরকার “।