স্বপ্ন উড়ান ও ভারতীয় রেড ক্রস এর যৌথ উদ্যোগে মালদা গ্লো নার্সিংহোমে আয়োজিত হল রক্ত দান শিবির

    নতুন গতি ডিজিটাল ডেস্কঃ  নেতা থেকে মন্ত্রী, চাকুরিজীবী থেকে কৃষক এই ভোটের মরশুমে সবাই মশগুল। অন্যদিকে মালদা জেলায় ব্লাড ব্যাংক রক্ত শূন্য কারো কোন খোঁজ খবর নেই। মালদা জেলার সেচ্ছ্যাসেবি সংস্থা ‘স্বপ্ন উড়ান’ নিয়মিত রক্ত দিয়ে রাখে ব্লাড ব্যাংক এ। আজ তাঁদের উদ্বেগেই সকাল বেলা এমারজেন্সি ব্লাড ডোনেশান ক্যাম্প করা হলো।

    রক্ত আকাল তাই দুই সেচ্ছ্যাসেবি সংস্থা #স্বপ্ন_উড়ান ও #ভারতীয়_রেড_ক্রস এর যৌথ উদ্যোগে মালদা গ্লো নার্সিংহোমে রক্ত দান শিবির করা হলো। লোকজনের খুব ভালো উপস্থিতি। প্রায় ২০জন রক্ত দাতা রক্ত দিয়েছে। তাঁদের হৃদয়ভরা ধন্যবাদ জানিয়েছেন সেচ্ছ্যাসেবি সংস্থা ও পাশে থাকা সাধারণ লোকজন।

    স্বপ্ন উড়ান সংস্থার ফাউন্ডার আলমগীর খাঁন জানিয়েছেন যে, আবার আগামী শুক্রবার রক্ত দান শিবির করা হবে। তিনি যে করে হোক মালদা ব্লাড ব্যাংক যেন রক্তে পরিপূরক থাকে।আমরা ব্লাড ব্যাংক শুন্য হতে দেবো না। যতদূর পারবো মানুষের সাহায্যার্থে এগিয়ে যাবো। মানুষের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করবো। তাই আসুন সবাই মিলে ভ্রাতৃত্বের মেলবন্ধনে রক্ত দান করি।