|
---|
নিজস্ব সংবাদদাতা:গোপন সূত্রে খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সীমানা সংলগ্ন সোনাপুর চৌপথির কাছে জেলা পুলিশের SDPO দেবাশীষ চক্রবর্তীর নেতৃত্বে নাকা চেকিং চালিয়ে প্রচুর নেশার ওষুধ উদ্ধার করল পুলিশ । সেই সঙ্গে ওষুধ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় জয়গাঁ এর বাসিন্দা ৩২ বছরের অর্জুন থাপা নামে এক ব্যাক্তি কে ।
আনুমানিক ২ লক্ষ টাকার নেশার ট্যাবলেট ও কফ সিরাপ সহ হাতেনাতে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ । যে গাড়িতে ওই নেশার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল সেটিকেও আটক করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে জয়গাঁ হয়ে ভুটানে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই অবৈধ নেশার ওষুধ ।
ওই অভিযানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য্য ও সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি পিটি ভুটিয়া ।