এ মাটি বিভাজন চায় না, এ মাটি চায় শান্তি-সম্প্রীতি-ঐক্য

নিজস্ব সংবাদদাতা: আর উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ নয়, আমাদের প্রিয় বঙ্গ একটাই পশ্চিমবঙ্গ – যে বাংলা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না। আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে মানুষের স্বতঃস্ফূর্ত কণ্ঠে আওয়াজ উঠেছে এ মাটি বিভাজন চায় না, এ মাটি চায় শান্তি-সম্প্রীতি-ঐক্য। এ মাটি বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে মাথা নত করবে না। এ মাটি লড়াই করে বুঝিয়ে দিতে জানে, বাংলার মানুষ ঐক্যের পক্ষে। তৃণমূল কংগ্রেস বাংলার একতার ঐতিহ্য বজায় রাখতে শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই করবে। যে মাটি সোনার ফসল ফলায়, যে মাটি চা-সুন্দরীর সৌন্দর্যে প্রাণিত সে মাটি ভালোবাসার বাঁধনে তৃণমূল কংগ্রেসকে আবদ্ধ করেছে। ছাত্র-যুব-মহিলা-শ্রমিক-কৃষক ঐক্যবদ্ধ হয়ে আগামীদিন দেশ বাঁচানোর লড়াইয়ে দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে আগামী ২১শে জুলাই শহিদ সমাবেশে লড়াইয়ের অঙ্গীকার গ্রহণ করতে বদ্ধপরিকর।এ মাটির মানুষ দেশমাতৃকার অসম্মান মেনে নেবে না, এ মাটি ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার অপমানের জবাব দেবে। এই মাটির উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মাটির মানুষ ধর্ম-বর্ণ-জাতির উর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে বাংলাকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে।