শালবীথি গড়ে উঠলো সমাজসেবা মূলক কাজের লক্ষ্য নিয়ে

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর* মহিলাদের নিয়ে নবগঠিত সংগঠন শালবীথি পথচলা শুরু করলো। সোমবার বিকেলে মেদিনীপুর শহরে রাঙামাটি ডায়মন্ড স্পোর্টিং এর মাঠে বনমহোৎসব সপ্তাহের মাঝেই দশটি চারাগাছ রোপণ করে যাত্রা শুরু করলো কেবলমাত্র মহিলাদের নিয়ে নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন”। শুরুর দিনই রাঙামাটি এলাকার কুড়িজন পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় শালবীথির পক্ষ থেকে। পাশাপাশি রাঙামাটি এলাকায় মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক ঋষিকা মন্ডলকে সম্মাননা জ্ঞাপন করা হয়।

     

    এদিনের ঘরোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি সভা সঞ্চালনা করেন নবগঠিত শালবীথি সংগঠনের সভানেত্রী বিশিষ্ট আবৃত্তিশিল্পী পাঞ্চালী চক্রবর্তী। সংগঠনের সম্পাদিকা রীতা বেরা তাঁর বক্তব্যের মধ্য দিয়ে তাঁদের সংগঠন গড়ে তোলার কারণ, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এদিন শালবীথির হাতে শুভেচ্ছা উপহার স্বরূপ শালবীথি হাতে সূর্যাস্ত মিলন হাটের তরফে দুটি গুলঞ্চ ফুলের চারা তুলে দেন মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, সুশান্ত কুমার ঘোষ, গোপাল সাহারা। এদিনের অনুষ্ঠানে অতিথি ও শালবীথির শুভানুধ্যায়ী হিসেবে হাজির ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কালিপদ সামন্ত, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী অর্ঘ্য চক্রবর্তী, সমাজসেবী গোপাল সাহা, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, ডিসিসিআই এর সম্পাদক চন্দন রায়, জঙ্গল মহল উদ্যোগের জেলা সম্পাদক সুব্রত মহাপাত্র, বিশিষ্ট লেখক সুগত চক্রবর্তী, সমাজসেবী সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক মণিকাঞ্চন রায়, ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের সম্পাদক গোপাল কর্মকার, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, সমাজসেবী অভ্র জ্যোতি নাগ, ফকরুদ্দিন মল্লিক, সুব্রত দাস, সঞ্জয় মান্না নরোত্তম দে, পিন্টু সাউ , ইন্দ্রদীপ সিনহা , গণেশ ঘোষ,রূপক মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।শালবীথি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন পাঞ্চালি চক্রবর্তী,রীতা বেরা, পারমিতা সাউ,রত্না দে, সবিতা মিত্র , ঝুমঝুমি চক্রবর্তী, রাজ‍্যশ্রী মণ্ডল ,সুদীপ্তা দে ,কৃষ্ণা রায়, সোনালী সিনহা প্রমুখ।