কৃষক সংহতি মঞ্চের আজকের “চাক্কা জ্যাম” কর্মসূচির ডাকে সাড়া দিয়ে, পথে সমাজের সকল অংশ

 

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া;কৃষি আইন বাতিলের দাবিতে এবং দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্র সরকারি নিপীড়নের বিরুদ্ধে সারা ভারত চাক্কা জ্যামের কর্মসূচি নাই কৃষক সংহতি মঞ্চ। এই কর্মসূচিতে সমাজের সব অংশের দল-মত নির্বিশেষে, সংবিধান শীল প্রগতিশীল গণতন্ত্রপ্রিয় মানুষের সমর্থন লক্ষ্য করা যায় । সারা ভারত বর্ষ জুড়ে দুপুর 12 টা থেকে 3 টা পর্যন্ত সময়ের মধ্যে এই কর্মসূচি পালন করার মতোই জেলার বিভিন্ন প্রান্তে, কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় যান চলাচল। নদীয়া শান্তিপুর ডাকঘরে এরকমই এক কর্মসূচিতে শিক্ষক ছাত্র সাহিত্যিক নাট্যকার , বিজ্ঞান কর্মী,থেকে শুরুকরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় 100 জন উপস্থিত হয়ে, প্রতীকী 15 মিনিটের জন্য যানবাহন চলাচল স্তব্ধ করেন। তারা জানান অন্যদাতাদের জন্য, গত 26 তারিখে জনমত গড়ে তোলার জন্য পথে নেমে ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো তাদের সাথে।