|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: কোনো মেলা মানে বৈচিত্রের মধ্যে ঐক্য ও বিভেদের মধ্যে মিলন। চড়ক সংক্রান্তি ও চরকের মেলা বাংলার একটি অত্যান্ত প্রাচীন উৎসব । চৈত্র মাসের শেষ রবিবার চড়ক পূজা পালিত হয়। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে চড়কতলায় চড়ক মেলা বসে। এই চড়ক মেলা দেখার জন্য চড়কতলায় গ্ৰামবাসীরা ভীড় জমায়। রাত্রিতে চড়কতলা থেকে শিব ঠাকুরকে মাথায় নিয়ে সন্ন্যাসীরা নাচতে নাচতে শবিতলা হয়ে ভট্টাচার্য বাড়িতে নিয়ে যায়।