শিক্ষক দিবস উদযাপন ও মিড ডে মিল শেডের দারোদ্ঘাটন

কেশপুর : শিক্ষক দিবস উপলক্ষে কেশপুর ব্লকের মুগবসান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আবৃত্তি, কবিতা, নৃত্য পরিবেশন করে।

    মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান রওসনা খাতুন, বিশিষ্ট সমাজসেবী সেখ হাসানুর জামান , পঞ্চায়েত সদস্য সেখ রিয়াজুল হক সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বিদ্যালয়ের মিড মে মিল শেডের দারোদ্ঘাটন অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।