রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা ১৪৩০ প্রকাশ

নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর: রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হল রবিবার বিকেল ৫টা থেকে রাত্রি ৯ টা একাডেমীর সভাগৃহে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক কৌশিক শংকর বোস, কবি জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি শতদল মিত্র, কবি ও প্রাবন্ধিক রবিন বসু, সম্পাদিকা রুপা মজুমদার, কবি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এদিন স্বাগত ভাষণ দেন শ্রীকান্ত ভট্টাচার্য। রঘুবংশ 2023 সম্মাননা জানান হয় কবি বন্দনা মিত্র ও ভাষাবিদ ডঃ অরপ মজুমদারকে। কবিতা পাঠে অংশ নেন কবি হরিত বন্দ্যোপাধ্যায়, শিল্পী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ সিনহা, রুপ চক্রবর্তী, মহুয়া পৈত, কবি দেবার্ঘ সেন, কবি রামকিশোর ভট্টাচার্য, সর্নালি চক্রবর্তী, কবি ও কার্যকরী সম্পাদক মৃত্যুঞ্জয জানাকে। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রঘুবংশ পত্রিকার সভাপতি ডঃ শান্তনু পান্ডা।