ধনিয়াখালিতে ‘ ফিরে দেখা ‘ সাহিত্য পত্রিকা পূজা সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ

শেখ সিরাজ : ১৬ ই অক্টোবর সোমবার সকাল ১১ টা থেকে ধনিয়াখালির বোসো চারাবাগানের গ্রীন ভিউ লজে এক মনোরম পরিবেশে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো ‘ ফিরে দেখা ‘ সাহিত্য পত্রিকার শারদীয়ার প্রথম সংখ্যা। ধনিয়াখালি শরৎ সেন্টিনারী কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে (১৯৭৮-১৯৮২ বর্ষের) আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে পত্রিকার পুনর্মিলন উৎসব ভরে ওঠে নানা ফুলের সাজিতে। এ দিন কথা,কবিতা, আবৃত্তি,গানে ও বক্তৃতায় মনোজ্ঞ অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে। সোমবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান , ইমফল, মনিপুর কার্যালয়ের প্রধান তথা ‘ ফিরে দেখা ‘ পত্রিকার সভাপতি ডঃ রামগোপাল লাহা। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনিয়াখালি শরৎ সেন্টিনারী কলেজের অধ্যক্ষ ডঃ সন্দীপ কুমার বসাক, প্রাক্তন অধ্যাপক দূর্গাপদ দাস প্রমুখ। পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন পত্রিকার সম্পাদক গুরুদাস বন্দোপাধ্যায়, সহসভাপতি বিশিষ্ট ডাক্তার অমিতাভ চৌধুরী, সভাপতি ডঃ রামগোপাল লাহা, অধ্যক্ষ ডঃ সন্দীপ কুমার বসাক ও প্রাক্তন অধ্যাপক দুর্গাপদ দাস।এদিন অন্তরা লাহার উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রারম্ভিক ভাষণ দেন ‘ ফিরে দেখা ‘ সাহিত্য পত্রিকার সহ সভাপতি ডাঃ অমিতাভ চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন পত্রিকা সম্পাদক গুরুদাস বন্দোপাধ্যায় ,ডঃ সন্দীপ কুমার বসাক,ডঃ নবকুমার কোলে প্রমুখ। সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করেন কল্পনা মুখার্জী ব্যানজী, অনন্যা লাহা, এথেলিয়া মুখার্জী মৌপিয়া ভট্টাচার্য প্রমুখ। স্বরচিত কবিতা ও আবৃত্তি করেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ, অলোক চক্রবর্তী, মিতালী চট্টোপাধ্যায় ,প্রতিমা পাত্র, গুরুদাস বন্দোপাধ্যায়,অরুণ ঘোষাল সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চলনা করেন বিশিষ্ট অভিনেতা ও বাচিক শিল্পী অলোক চক্রবর্তী। সভাপতি রামগোপাল লাহা সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।