জরুরি ভিত্তিতে রক্তদান আইন পড়ুয়া আব্দুল্লাহ।

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুরের যুবক আব্দুল্লাহ। বর্তমানে কলকাতা বিশ্ব বিদ্যালয়ের হাজরা ‘ল’ ক্যাম্পাসের আইন বিভাগের পড়ুয়া। বুধবার কলকাতা কারমাইকেল হোস্টেলে পড়াশোনা করার সময় হঠাৎ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার কাছে ফোন আসে , এক ১০ বছরের থ্যালসেমিয়া কিশোরের ভীষণ রক্তের প্রয়োজন এবং সেই সময় হোস্টেল থেকেই ছুটে গিয়ে আব্দুল্লাহ রক্ত দান করেন। হাসপাতালে চিকিৎসাধীন থ্যালসেমিয়া আক্রান্ত জয়নগরের শাহিদ খানের পরিবারের হাতে রক্ত তুলে দেওয়া হয়। এবং আব্দুল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আব্দুল্লাহ জানান এই নিয়ে আমি ৮ বার রক্তদান করলাম। পড়াশোনার পাশাপাশি জীবন দানের মতো কাজে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এবং আরও একটি বিষয় জেনে ভালো লাগছে যে ২৮ শে ফেব্রুয়ারী আমার জন্মদিন ভাবতেই পারিনি যে নিজের জন্মদিনে রক্তদান করে অন্যের পাশে থাকবো।