|
---|
আজিজুর রহমান,গলসি : নন্দীগ্রাম শহীদ দিবস উপলক্ষে গলসি ১ নং ব্লকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করলো ব্লক জয় হিন্দ বাহিনী। শিবিরটি পারাজ গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেখানে এলাকার পঞ্চাশ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সরকারী কোবিড বিধি মেনেই ওই রক্তদান শিবিরের আয়োজন করেন গলসি ১নং ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি কালিপদ দে ও চেয়ারম্যান সেখ সামিউল হক। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে হাজির গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই, পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি মোঃ জাকির হোসেন, গলসি ১নং ব্লক তৃণমুল যুব সভাপতি পারর্থ সারথী মন্ডল, জেলার তৃণমুল সংখ্যালঘু সেলের সহ সভাপতি মোহম্মদ মোল্লা, পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম গলসি, উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান মনসা বাউরী, পারাজ গ্রাম পঞ্চায়েত সদস্য রহমত মোল্লা, তৃণমূল নেতা সেখ বাপি সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব’রা।