গরমের ছুটিতে হাতের কাজের পাঠদান দিলেন খণ্ডঘোষের শিক্ষক শুভদীপ দত্ত।

লুতুব আলি, বর্ধমান, ১৫ জুন : একটানা গরমের ছুটিতে নিয়মিত বিদ্যালয়ে গিয়ে হাতের কাজের পাঠদান দিলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এর উখরিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভদীপ দত্ত। দক্ষিণ দামোদরের খন্ডঘোষ এর উখরীদ উচ্চ বিদ্যালয়টি যে জায়গায় অবস্থান করছে সেখানে অধিকাংশই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এই বিদ্যালয়ের কর্ম শিক্ষার শিক্ষক শুভদীপ দত্ত বর্ধমান শহরের তেজগঞ্জের বাসিন্দা। তিনি অভিজ্ঞতায় দেখেছেন যে করোনা কালে একটানা বিদ্যালয় ছুটি থাকার কারণে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। আবার কোন কোন ছাত্রীর দশম শ্রেণীর পাঠ শেষ না হওয়ার আগেই বিয়ে হয়ে গেছে। অনেক ছাত্র আবার ভিন রাজ্যে কাজে চলে গেছে। যাতে পুনরায় এই অবস্থা ফিরে না আসে সেই কারণেই শুভদীপবাবু ছুটিতে মোবাইল মুখি হয়ে যাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে কলমে প্রয়োজনীয় জিনিস তৈরি করা শেখান। এমনকি তিনি রোববারে ও বিদ্যালয়ে এসেছেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনির্মল মুখার্জি, সহকারি প্রধান শিক্ষক গৌড় হরি দাস পরোক্ষভাবে সহায়তা করেন। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী শেখ আব্দুল মালেক ও এই কাজে সহায়তা করেন। শুভদীপ দত্ত বলেন, ছাত্রীরা নিজেরাই এখন নিত্য ব্যবহার জিনিস তৈরি করে ঘর সাজাচ্ছে, কাউকে উপহার স্বরূপ তুলে দিচ্ছে আবার নিজেদের সাজার সামগ্রী ও পেয়ে যাচ্ছে। বিদ্যালয়ের ছাত্রী রাবেয়া খাতুন, নাফিসা সুলতানা, সন্দীপ্তা সেন, শেখ হাসিনা, সালমা খাতুন, তানিয়া পারভিন, সোহানা সুলতানা, আফিয়া ফারজানা, ওয়াহিদা খাতুন রা তাদের প্রিয় এই শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষজ্ঞদের অভিমত : উখরি দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভদীপ দত্ত যে বার্তা দিতে চাইছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক ও গ্রহণীয়। এই ধরনের শিক্ষক সমাজের বেশি বেশি করে উঠে আসা দরকার।