|
---|
লুতুব আলি, ১৫ জুন : কৌশিক ঘোষের স্বল্পদৈর্ঘ্যের ছবি পূণ্যভূমি মুক্তির অপেক্ষায়। বিশিষ্ট অভিনেতা নাট্যকার কৌশিক ঘোষ একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পূণ্যভূমি র শুটিং শেষ করলেন। এবার মুক্তির অপেক্ষায়। কৌশিক ঘোষ দীর্ঘদিন নাট্য চর্চার সঙ্গে যুক্ত। এক সময় উৎপল দত্ত র পি.এল.টি নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। এখানেও তিনি চুটিয়ে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন। কৌশিক ঘোষ অসংখ্য সিরিয়ালের অভিনয় করেছেন। স্বল্প দৈর্ঘ্যের ছবি পূণ্যভূমি র কাহিনীকার, চিত্রনাট্যকার কৌশিক ঘোষ। কৌশিক বাবু এক অভিনব আঙ্গিকে ছবিটিকে নির্মাণ করেছেন। শুটিংয়ের কাজ শেষ। অন্য কাজগুলো শেষ হলেই ডিজিটাল প্লাটফর্মে ছবিটি মুক্তি পাবে। অত্যন্ত গভীর ভাবনায় পুষ্ট এই ছবির কাহিনী। একদিকে তথাকথিত উন্নত ভারত অন্যদিকে মানুষের প্রাথমিক চাহিদাগুলো আজও অধরা। ছবিটিতে সংলাপ খুব কম। ছোট ছোট নানা দৃশ্যের কোলাজ ফুটিয়ে তুলেছে গল্পটিকে। ক্যামেরা এডিটিং করেছেন গৌতম। মূলত থিয়েটারের শিল্পী ই এখানে অভিনয় করেছেন। উল্লেখযোগ্যরা হলেন শঙ্কর রায়, নান্টু রায়, বিশ্বজিৎ, সঙ্গীতা দেবী রায়, সঞ্জয় প্রমুখ। শুটিং মূলত আউটডোরই হয়েছে। পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, ছবিটি অল্প কিছুদিনের মধ্যেই জনপ্রিয় কোনও পোর্টালে প্রকাশ পাবে। ভবিষ্যতের চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার ইচ্ছা আছে। গভীর বোধের এই ছবি শুধু দর্শক মনোরঞ্জনের কথা মাথায় রেখে নির্মিত নয়। জীবন জগতের প্রতি শিল্পীর যে দায় তারই প্রতিফলন নান্দনিক ভাবে পরিচালক কাহিনী কার কৌশিক ঘোষ প্রকাশ করতে চেষ্টা করেছেন।