মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের বিজ্ঞপ্তি, আশার আলো দেখছে জেলাবাসী

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : অবশেষে আশার আলো দেখছে মুর্শিদাবাদ জেলাবাসী ও বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন কারীরা। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয় চালু করতে সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগ করতে বিজ্ঞাপন দিয়েছে সরকার। ১৮ সেপ্টেম্বর ২০২০ মধ্যে নমিনেশন করতে বলা হয়েছে বিজ্ঞাপনে।

    মুর্শিদাবাদ জেলা রাজ্যের সর্বাধিক মুসলিম প্রধান এলাকা। ইতিহাসের পাতায় এই জেলার অনেক বৈশিষ্ট্য থাকলেও শিক্ষায় বহু বছর ধরে এই জেলা অবহেলিত। যদিও মেধাবী ছাত্রের অভাব নেই এই জেলায়, এই বছর মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে এই জেলার নিম্ন শ্রেণীর পরিবারের ছেলে মেয়েরা। আর্থিক দিক দিয়ে কমজরি থাকলেও শিক্ষার দিক দিয়ে আকৃষ্ট জেলার ছাত্র ছাত্রী, কিন্তু সাময়িক ভাবে পিছিয়ে পড়ে আছে এই জেলা। নতুন সরকার আসার পর উচ্চশিক্ষা প্রসারে নানা উন্নয়নমূলক কর্মসূচী হয়েছে এ পর্যন্ত। মুর্শিদাবাদে আলীগড় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা থাকলেও শিক্ষার প্রয়োজনের তুলনায় তা একেবারেই যথেষ্ট ছিল না। কিছু কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ থাকলেও কোন স্বয়ং সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদে নেই। এখন দেখার বিষয় কত দ্রুত মুর্শিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ের কাজ বাস্তবায়ন করা হয় ।

    দীর্ঘদিন ধরে এই মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে আসছে ফোরাম ফর ইউনিভার্সিটি, SIO ( Student Islamic Organizations) আরো একাধিক সামাজিক ও ছাত্র সংগঠন আন্দোলন করছে এই জেলায় বিশ্ববিদ্যালয়ের জন্য। কিন্তু এতদিন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। সামনে বিধানসভা নির্বাচন, মুর্শিদাবাদ জেলাবাসী আগেই সতর্ক করে দিয়েছে বিশ্ববিদ্যালয় না হলে খুব খারাপ ফল হবে, নির্বাচনের দিকে তাকিয়ে মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচন করার জন্য সার্চ কমিটি গঠনের বিজ্ঞপ্তি দিয়ে দিলেন রাজ্য সরকার। এই সার্চ কমিটির বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে আসার আলো দেখছে জেলাবাসী ও আন্দোলন কারীরা।

    যদিও কিছু সংখ্যক মানুষ বলে ছিলেন বহরমপুরের KN কলেজ কে বিশ্ববিদ্যালয় করা হোক কিন্তু অন্য দিকে অনেক মানুষ দাবী তুলছেন, KN কলেজ নয় রেজিনগর শিল্প তালুকের জমিতে এবং লালবাগে সরকারি জায়গায় গড়ে তোলা হোক মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুর্শিদাবাদ জেলা সফর করে সাংবাদিকদের বলেছিলেন এবছর নতুন শিক্ষাবর্ষ থেকেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হবে এবং ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। সেই দেওয়া কথা রাখতে সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগের তোড়জোড় শুরু করে দিল রাজ্য সরকার মনে করছে রাজনৈতিক মহল।

    মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েও হতাশ হয়েছিল জেলাবাসী। বহু আগেই সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগের জন্য দাবী উঠেছিল। এবার বিজ্ঞাপনের পর কত দ্রুত উপাচার্য নিয়োগ করা হবে তা দেখার বিষয়।
    বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন ও কেন্দ্রীয় শিক্ষা নীতির পুনর্মূল্যায়ন হওয়ার দাবিতে গত ২ সেপ্টেম্বর ডোমকলে SIO ( Student islamic organization) ওর মানববন্ধন হয় । SIO রাজ্য কমিটির সদস্য মোঃ সাহাবুদ্দিন মন্ডল প্রাক্তন জেলা সভাপতি মোঃ মাসুদ কারীম প্রাক্তন জেলা সম্পাদক তাজউদ্দিন ও ব্লক সভাপতি আসদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দুর উপস্থিতিতে।