|
---|
নতুন গতি: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ও পরিসেবার মানোন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার হাসপাতালের এম এস ভি পি(MSVP )কে ডেপুটেশন দিল সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি। আই সি ইউ বেড সহ সাধারণ বেডের সংখ্যা বৃদ্ধি, হাসপাতাল চত্বরে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা, পুনরায় ওয়াটার এটিএম চালু,ট্রমা সেন্টার ও ক্যাথল্যাব চালু করা,আই টি ইউ চালু করা, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ, হাসপাতাল ক্যাম্পাস যথোপোযুক্ত ভাবে পরিচ্ছন্ন রাখা, অর্থোপেডিক বিভাগে দ্রুততার সাথে রোগীদের অপারেশনের সম্পন্ন করা,স্ট্রেচারের সংখ্যা বৃদ্ধি করা, রোগীর বাড়ির লোকেদের রাত্রী নিবাসের জন্য জায়গার পরিসর বৃদ্ধি, অবিলম্বে ক্যাথ ল্যাব চালু, সমস্ত ওয়ার্ডে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, লিফটম্যানের সংখ্যা বৃদ্ধি ও সময়ে তাদের উপস্থিতি, বিভিন্ন বিভাগে চিকিৎসকদের উপস্থিতি জনিত সমস্যার সমাধান করা,চক্ষুদান-কর্ণিয়া সংরক্ষণ ও অঙ্গ প্রতিস্থাপনে গুরুত্ব দেওয়া, আধিকারিকদের উপস্থিতির ক্ষেত্রে রোস্টার তৈরি করা ও মেনে চলা সহ তারা সাধারণ মানুষের জানার জন্য নোটিশ আকারে অফিসের বাইরে টাঙ্গিয়ে দেওয়া, সহ ১৪ দফা দাবিতে ডেপুটেশন হয় ।
ডেপুটেশনে নেতৃত্ব দেন সিপিআইএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ,সুব্রত চক্রবর্তী,ক্ষমা ভৌমিক,কিরণ প্রামাণিক,স্বপন বিশ্বাস,মৃণাল দাস, কাঞ্চন ফৌজদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।