|
---|
আব্দুস সামাদ, নতুন গতি, রঘুনাথগঞ্জ : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নং ব্লকের লক্ষিজলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ লক্ষিজলা এবং বাবুপুর যাওয়ার একমাত্র পথ বাঁধ। সেই বাঁধ দিয়েই বহুদিন ধরে যাতায়াত স্কুলের ছাত্র ছাত্রী,গ্রামের ফেরিওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষের। বর্ষার সময় এই বাঁধ বিপর্যস্ত আকার ধারণ করে বলে সাধারণ মানুষের অভিযোগ।
বর্ষার জলের চাপে প্রতিবছর কেটে যায় মাটির এই কাচা বাঁধ। যার ফলেই মূলত ৫ টি পঞ্চায়েতের অধিনস্থ বিঘার পর বিঘা চাষ করা জমি সহ সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হয় বলে জানা যায়।
এই পাঁচ টি পঞ্চায়েতের মানুষের সুবিধার্থে ও চাষ আবাদ জমির কথা ভেবে রঘুনাথগঞ্জ ২ নং ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সুইচ গেট নির্মাণের অর্থ বরাব্দ করা হয়। স্থানীয় সূত্রে খবর সেখানে সুইচ গেট নির্মাণের জন্য মাটি খননের প্রক্রিয়া ইতি মধ্যে শেষ হয়ে গিয়েছে। আর এই নিয়েই এলাকার জনসাধারণ ও কৃষক বন্ধুদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়। কিন্তু হটাৎ সেই কাজ বন্ধ করে বাস ও মাটি দিয়ে বাঁধানো হচ্ছে ‘বাঁধ’ বলে স্থানীয়দের অভিযোগ । এই নিয়ে চাঞ্চল্য শুরু হয় এলাকায়।
সাধারণ মানুষ সহ এলাকার বিশিষ্ট জনেরা রঘুনাথগঞ্জ ২ নং ব্লক প্রশাসনের উপর প্রশ্ন করেন অর্থ বরাদ্দ হওয়ার পরেও কেন সুইজ গেট নির্মাণের কাজ বন্ধ করা হল?
এই নিয়ে রঘুনাথগঞ্জ ২ নং ব্লক বিডিও সৌরভ বোস মহাশয় বলেন বর্ষা শুরু হতে চলেছে, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে কাজ স্থগিত রাখা হচ্ছে। যদি এই মুহূর্তে ওই বাঁধ বাসের ফরাস এবং মাটি দিয়ে আপাতত বন্ধ করা না হয় তবে জমিসহ সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হবে। তাই সবদিক ভেবে আমরা এই কাজ স্থগিত রাখছি। হতাশ হওয়ার কিছু নেই,সুইজ গেট নির্মাণের কাজ কিছুদিনের মধ্যেই আবারও শুরু করা হবে বলেও তিনি জানান। তবে এই প্রসঙ্গে এলাকার মানুষ ও কৃষকরা জানান স্থগিত হওয়া এই কাজ আদৌও কি শুরু হবে? তা নিয়ে সংশয় থাকছে।