করোনা পরিস্থিতিতে নানা দাবিতে গোটা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ডিওয়াইএফআই এর প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন…

শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-বুধবার (০৮/০৪/২০)সারা রাজ্যর সাথে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত পৌরসভা,বিডিও অফিস এবং জেলা শাসকের দপ্তরে নির্দষ্ট দাবির ভিত্তিতে ডেপুটেশন 

    দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই ) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে জেলার মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে করোনা মহামারী প্রতিরোধে অতিরিক্ত জেলাশাসক( সাধারণ)প্রণব বিশ্বাসকে কে স্মারক লিপি প্রদান করা হয়।

    স্মারক লিপির মূল দাবি গুলি ছিল,১.লকডাউন চলাকালীন সময়ে গরিব সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন প্রদান সুনিশ্চিত করা, ২.রেশনের কালোবাজারি রুখতে হবে ৩. ওষুধ সরবারাহ স্বাভাবিক রাখতে হবে, ৪. ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে, ৫.জেলায় ও রাজ্যের বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আরও অন্যান্য দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। জেলা শাসকের দপ্তরের ডেপুটেশনে তিন সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুবনেতা সৌগত পন্ডা,সুব্রত চক্রবর্তী এবং কৌশিক দে।