|
---|
রমজানের পয়গম নিয়ে এলো শবে বরাত
ইলিয়াস মল্লিক : হিজরী সনের ১৫ই শাবান একটি পবিত্র রাত। যে রাত মুসলিম সম্প্রদায়ের কাছে শবে বরাত বলে পরিচিত। যার আক্ষরিক অর্থ শব অর্থাৎ রাত ও বরাত অর্থাৎ ভাগ্য। এই পবিত্র রজনীতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মুসলিমরা নানা রকম এবাদত বন্দেগী করেন। খোদাভিরু মুসলিমরা তাঁর আল্লাহ্ কে রাজি আর খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন ও নফল নামাজে মশগুল হয়। তবে কোরান ও হাদিস এ তেমন কোন প্রমাণ পাওয়া যায় না শবে বরাত পালন সম্পর্কে আদেশ বা নির্দেশ আছে বলে। তবে মুহাম্মদ (সঃ) শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা, কুরআন তেলায়ত, ও নামাজ আদায় করে রমজানের পূর্ব প্রস্তুতি নিতেন। এই রাতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন নানা পীঠস্থানে কবর জিয়ারত ও দোয়ার উদ্দেশ্যে বেরিয়ে থাকেন। কিন্ত বর্তমানে আমাদের দেশ তথা সারা বিশ্ব ‘করোনা’ নামক ভাইরাসের প্রকোপে ভারাক্রান্ত, মানুষ অসহায় হয়ে পড়েছে প্রকৃতির প্রাণ নাশকতায়। প্রকৃতির সাথে যুদ্ধে পৃথিবীর বড় বড় শক্তিধর দেশ নিজেকে আজ দূর্বল অনুভব করেছে, বাঁচার লড়াইয়ে মানুষ মাথানত করে শেষে সেচ্ছায় গৃহবন্ধিত্ব বরন করেছে।
সুতরাং মুসলিম ভাইবোনদের কাছে অনুরোধ, দয়া করে কেউ শব্দ বাজি বা ঐ ধরনের কিছু জিনিস জ্বালিয়ে শব্দ দূষণ করবেন না, এছাড়া ইসলাম কখনো এই ধরনের কাজ করার কথা বলেও না।আজকের দিন কোন উৎসব বা আনন্দ করার দিন নয়। শবে বরাতের এই রজনীতে ধর্মের আবেগকে নয় বিবেককে প্রাধান্য দিয়ে ঘরে থাকুন, এবাদত করুন ও মহান রবের নিকট বিশ্ব জাহানের সুস্থতার জন্য দুয়া করুন। পবিত্র রমজানের শুভাগমনের প্রস্তুতি নিন কারন এই পবিত্র রজনীকে রমজানের আগাম বার্তা বলা হয়।