|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ ১৭ই সেপ্টেম্বর শনিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দূর্গাপূজা কমিটিদের চেক বিতরণ অনুষ্ঠান হয়। উল্লেখ থাকে ভগবানগোলা থানার ২৯টি দূর্গাপূজা কমিটিদের হাতে চেক তুলে দেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। সঙ্গে ছিলেন ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার, কিষান খেতমজুর সেলের নেতা সাবিরুল ইসলাম, ভগবানগোলা এক নম্বর ব্লকের সুন্দরপুর অঞ্চলের দূর্গাপূজা কমিটির সম্পাদক ক্ষিতিশ দাস , তৃনমূল কংগ্রেসের নেতা ইমরান হোসেন প্রমানিক প্রমুখ।বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমাদের জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল সম্প্রদায়ের মানুষকে সমানভাবে দেখেন। দূর্গাপূজা থেকে ঈদ পর্যন্ত সকল উৎসব তিনি দেখেন।, বিজেপি তো সামাজিকতা জানে না, সামাজিকতা কাকে বলে তাও জানে না, শুধু সমাজের মধ্যে বিভেদ লাগাতে পারে তাই আমি বিজেপি পার্টিকে ভারতীয় জন্জাল পার্টি বলি। ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার খুব ভালো কাজ করছেন। আসন্ন দূর্গাপূজা ভালোভাবে কাটুক এই কামনা করি। ভালো থাকুন সুস্থ থাকুন।