শতক সম্মাননা ,শীত বস্ত্র বিতরণ ও বিকলাঙ্গদের সাইকেল দিয়ে শেষ হলো চেতন উৎসব

এম এস ইসলাম,সেহারাবাজার : শতক সম্মাননা,শীত বস্ত বিতরণ ,বিকলাঙ্গদের সাইকেল প্রদান ও দুস্থদের অর্থ সাহায্য করে শেষ হলো সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত চেতনা উৎসব। প্রথম দিনই ছিল রক্তদান শিবির, শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন বিষয়ে আলোচনা। আজ সপ্তম তথা শেষ দিনে দক্ষিণ দামোদরের বিশিষ্ট 100 ব্যক্তিত্বকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। এর সঙ্গে শীতবস্ত্র বিতরণ ও হ্যান্ডিক্যাপদের সাইকেল প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা। সি আই সি সুব্রত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী আশরাফ উদ্দিন বাবু ,বর্ধমানে বিশিষ্ট সাহিত্যিক ডক্টর রমজান আলি । ২০২২ এর মাধ্যমিকের প্রথম রৌনক মন্ডল ও দশম শেখ আজাদকে এই মঞ্চ থেকে সম্মানিত করা হয়। দক্ষিণ দামোদরের বিভিন্ন বিষয়ে সেরা ব্যক্তিত্বকে সাল ,মোমেন্টো ,ফাইল ডাইরি ,পেন দিয়ে তাদেরকে সম্মানিত করা হয়। শিক্ষা স্বাস্থ্য সমাজসেবা রাজনীতি এমনকি রাজমিস্ত্রি থেকে শুরু করে সমস্ত পেশার সেরা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। সমস্ত অতিথিরা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের এই কর্মকাণ্ডের ভুয়সি প্রশংসা করেন।পূর্ব বর্ধমান জেলা জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলি, বাঁকুড়া জেলা জমিয়তের হাফেজ আকিল থেকে শুরু করে বিভিন্ন মিশন ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা মঞ্চে উপস্থিত হয়েছিলেন। বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর সেন, প্রাক্তন এগ্রিকালচার ডিরেক্টার মোল্লা আমানুদ্দিন প্রাক্তন প্রধান শিক্ষক পহলানপুর হাই স্কুলের শেখ সাদরে আলম সহ অসংখ্য কবি সাহিত্যিক বুদ্ধিজীবী উপস্থিত হয়েছিলেন। রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিনকে সেরার সেরা পুরস্কারের সম্মানিত করা হয়। তিনি বলেন সবার সাহায্য এবং সহযোগিতা নিয়েই এত বড় কর্মকাণ্ড গড়ে তোলা সম্ভব হয়েছে। আল্লাহ সবচেয়ে বড় আল্লার খাজানায় কোন কিছু কম নেই। আমাদের সদিচ্ছা থাকলে অনেক বড় কাজ করা সম্ভব।