|
---|
রহমতুল্লাহ,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ থানার ১০০ মিটার দূরে একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার মানুষজন দেখতে পায় মুর্শিদাবাদ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হৈপৎগঞ্জের একটি পুকুরে একটি মৃতদেহ। মুর্শিদাবাদ থানায় খবর দিলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।মুর্শিদাবাদ থানা থেকে ১০০ মিটার দূরে মুর্শিদাবাদে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে হৈপৎগঞ্জে ঘটেছে ঘটনাটি। আর থানা থেকে কিছুটা দূরত্বে ঘটনাটি ঘটার কারণে চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।মুর্শিদাবাদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।এখনো পর্যন্ত ওই মৃত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি।