জীবন কৃতি সন্মাননা প্রাপ্তি কবি রফিক উল ইসলামের

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার চার নম্বর ওয়ার্ডে সুলতানপুরের বাসিন্দা কবি, সাংবাদিক ও ক্রীড়াবিদ সুফি রফিক উল ইসলামকে মেমারির স্ট্রীটলাইটস পত্রিকার পক্ষ থেকে জীবন কৃতি সন্মাননায় সন্মাননা জ্ঞাপন করা হয়। ২০১৮ সালে আষাঢ়ে আড্ডার মধ্য দিয়ে পথ চলা শুরু করে ২০১৯ সালের পরে ২০২০ থেকে অতিমারি কোভিদ করোনার জন্য বন্ধ ছিল এই অনুষ্ঠান।বিগত বছরগুলোর জন্য নির্বাচিত ব্যক্তিবর্গকে এক‌ইসঙ্গে এক‌ই মঞ্চে জীবন কৃতি সন্মাননা প্রদান করা হয়। ২০২১ সালের জন্য নির্বাচিত হয়েছেন কবি সুফি রফিক উল ইসলাম।বছরের শেষ দিনে ২০২৩ সালের ৩১ডিসেম্বর অভিষেক বিয়ে বাড়িতে মনোময় ঘোষ মঞ্চে অনুষ্ঠিত মেমারি চলচ্চিত্র উৎসবের সময় এই সন্মাননা প্রদান করা হয়। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী সুফি রফিক উল ইসলাম কবি, গল্পকার, ক্রীড়া নিবন্ধকার,ক্রীড়া ও সংস্কৃতি সাংবাদিক,ক্রীড়াবিদ ও ক্রিকেট আম্পায়ার। তিনি মেমারির বুকে প্রথম প্রায় তিন দশক ধরে প্রকাশিত কলমের মুখ সাহিত্য পত্রিকার সহ সম্পাদক, মেমারি ইন্ডোর ক্রিকেট সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ও অধিনায়ক। তিনি একই সঙ্গে মেমারী সংবাদ, কলমের মুখ, জিরো পয়েন্ট, সুবক্তা, কলকাতার নতুন গতি, বর্ধমানের কার্জন গেট, আপডেট প্রভৃতি পত্রিকায় নিয়মিত লেখালিখি করে থাকেন। এছাড়া বিভিন্ন জেলার বিভিন্ন পত্র-পত্রিকার পাতায় তাঁর রচিত কবিতা,গল্প,প্রবন্ধ ও ক্রীড়া বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। নেশা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কবি সন্মেলন, সাহিত্য সভা ও খেলার মাঠে সময় সুযোগ মতো উপস্থিত হ‌ওয়া। কবির প্রকাশিত দুটি কাব্যগ্ৰন্থ হল “কবিতা খেলা করে একখন্ড ভালোবাসার জন্য” এবং “সিম্পি তোমার জন্য”। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় মেমারি স্কুলের ম্যাগাজিন “অরুণ” পত্রিকায়। এরপরে কলমের মুখ,সানাই, মেমারী সংবাদ, সাহিত্য সানাই, জিরো পয়েন্ট, নান্দনিক, কোকনদ,কুহকী, আমরা লিটল ন‌ই, অনুভূতি করে এগিয়ে চলা এবং স্থানীয় এলাকার বাইরে বিভিন্ন জেলার পত্র-পত্রিকার সঙ্গ লাভ।