তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পরদিনই গলসিতে বোমাবাজি, আহত এক

আজিজুর রহমান, গলসি : গলসির এক নম্বর ব্লকের জাগুলি পাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বোমাবাজি। মঙ্গলবার রাতের ওই ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনায় শেখ মনি নামে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। জানা গেছে এদিন সন্ধ্যা নাগাদ গ্রামের বিধায়ক নেপাল ঘরুই ঘনিষ্ঠ রহমত মোল্লার গোষ্ঠী লোকজনের সাথে ব্লক সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী ঘনিষ্ঠ সেখ আবুবক্কর ও জাকির মোল্লার লোকজনের মধ্যে ওই বোমাবাজির ঘটনা ঘটে। সুত্রের খবর, বুধবার বর্ধমানে যুব তৃণমূল একটি সভায় লোক নিয়ে যাবার জন্য গ্রামে কর্মী বৈঠক করছিলেন রহমত মোল্লার লোকজন। ওই সময় দুইপক্ষের মধ্যে ইট পাটকেলও ছোড়াছুড়ি চলে। এরপরই পরপর তিনটি বোমাবাজি হয় বলে জানা গেছে। ইটের আঘাতে মাথা ফাটে একজনের। মুলত গ্রাম দখলে রাখতে ওই বোমাবাজি বলে জানতে পারা গেছে। ঘটনায় মুখে কুলুপ এেঁটেছে দুইপক্ষ। এদিকে পরিবারের লোকেরা আহতকে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতির জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। ঘটনার পরই গ্রামে আসে গলসি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন ডিএসপি হেডকোয়াটার অতনু ঘোষাল। ঘটনায় অভিযুক্তদের খোঁজে গ্রামে তল্লাশি শুরু করে পুলিশ। গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনায় চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে রয়েছে গ্রাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পরদিনই এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ব্লক জুড়ে।