বিনা পাসপোর্টে পরিযায়ী পাখিদের ভীড় সুন্দরবনে

বাবলু হাসান লস্কর, কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনা : অস্ট্রেলিয়া কিম্বা রাশিয়া, ইরান কিম্বা ফিনল্যান্ড সহ একাধিক দেশ থেকে শীতের শুরুতে হাজার হাজার পরিযায়ী পাখিরা আসছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। শীতের মরসুমে মৃদুমন্দ বাতাসের সাথে রং বাহারি পাখনা মেলে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আসছে পরিযায়ী পাখির দল। রঙিন পাখায় সূর্যের কিরণে অপূর্ব শোভবৃদ্ধি করছে এই সমস্ত পরিযায়ী পাখিদের দল। তা দেখতে শীতের আগমনীতে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে। পাসপোর্ট ভিসা ছাড়াই দেখা মিলছে এই অপূর্ব সুন্দর পাখিদের। সুন্দরবনে খাদ্যের জোগান না থাকলেও তবুও কিসের টানে এই অরণ্যে আসছে তাদের ভিড় বাড়ছে তা নিয়ে গবেষকরা মন দিয়েছেন গবেষনায় । বিশেষ করে পাখি প্রেমীরাও সুন্দরবনে এই মুহূর্তে কয়েক হাজার মাইল দূর থেকে আসা পরিযায়ী পাখিদের দেখতে আসছেন দূর দূরান্ত থেকে। এসকল পাখিদের আগমনে একদিকে যেমন সুন্দরবনের শোভা বৃদ্ধি পাচ্ছে অপরদিকে তা দেখতে পর্যটকদের আকর্ষণও তত বাড়ছে। শীতের হিমেল পরশে ভ্রমণপিপাসু মানুষরা সুন্দরবনে আসেন রয়েল বেঙ্গল টাইগার, বিশালাকারের কুমির, অনিন্দ সুন্দর হরিণ থেকে শুরু করে একাধিক বন্য জীবজন্তুর এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আশায়। ছোট্ট ছোট্ট সারিবদ্ধ ম্যানগ্রোভ উজান ভাঁটার মধ্যে বেড়ে ওঠার প্রবণতা দেখার সাথে সাথে বারে বারে নজরে আসা রয়েল বেঙ্গল টাইগার, কুমির হরিণ, শুকর। সুসজ্জিত নৌকা কিম্বা লঞ্চ এই শীতের মোরসুমে সাজিয়ে তোলার যেমন তোরজোড় তেমন শোভা বৃদ্ধি করছে পরিযায়ী পাখিদের দল। প্রয়োজনের সাথে আয়োজনের যেন এক দারুন মিল। বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগারের দর্শন পেতে রাজ্যের সাথে দেশ তথা বিদেশের পর্যটকরা আসছে এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।