বিধ্বংসী আগুনে ভষ্মিভূত বাজির মসলা সহ একাধিক গাড়ি বারুইপুর থানা চত্বরে

বাবলু হাসান লস্কর, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা : গতকাল সকালে বারুইপুর থানায় হঠাৎ বিধ্বংসী আগুন লাগে, আগুনের তীব্রতায় থানার বিল্ডিং এর পাশে রাখা প্রায় ১৫-২০ টি বাইক সহ একটি পুলিশের টাটা সুমো গাড়ি আগুনে ভষ্মিভূত হয়ে যায়। খবর দেয়া হয় বারুইপুর দমকলে, প্রায় ৪০ মিনিট পর দমকল পৌঁছায় ঘটনাস্থলে। আগুন লাগার কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ও পুলিশকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    পুলিশ সূত্রে খবর চম্পাহাটির সুজিত মন্ডল নামে এক ব্যক্তির একটি অবৈধ বাজি কারখানায় হানা দিয়ে প্রচুর অবৈধ বাজির মসলা ও আরো কিছু জিনিস বাজেয়াপ্ত করা করে, ফায়ার ব্রিগেডের সহযোগিতায় তা নিষ্ক্রিয় করে বারুইপুর থানার পুলিশ বাহিনী। থানা বিল্ডিং এর পাশে রাখা ওই মশলার ড্রামে আচমকা আগুন লেগে যায়। রোদের প্রচণ্ড তাপে, প্রাকৃতিক কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা। আগুন নেভাতে প্রথমেই মাঠে নেমে পড়েন বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায় সহ পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ. দমকলে খবর দেয়া হলে প্রায় ৪০ মিনিট পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। নেভানো হয় সম্পূর্ণ আগুন। কোনরকম কেউ আহত বা নিহত হয়নি এই ঘটনায়.কিছুক্ষণ পরে একটি হাইড্রা ক্রেনের সাহায্যে পুড়ে যাওয়া গাড়িগুলিকে সরানো হয়। এ বিষয়ে এসডিপিও ইন্দ্রবদন ঝাঁ এবং এস পি মিস পুষ্পা দমকলের আধিকারিক জালাল উদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান।