|
---|
খান আরশাদ, বীরভূম :-
আজ রবিবার সকাল ১০ টা ৩৯ মিনিট নাগাদ রাজ্যের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হল। দক্ষিনবঙ্গের বীরভূম, বাঁকুড়া, বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় এই কম্পন অনুভূত হয়। বীরভূমের সিউড়ী, ইলামবাজার, রাজনগর, দুবরাজপুর প্রভৃতি জায়গায় সকাল ১০ টা ৩৯ মিনিট নাগাদ মাত্র কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। স্বাভাবত:ই জনসাধারনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ আতঙ্কে বাড়ীর বাইরে বেরিয়ে পড়েন। কিন্তু এই কম্পন ক্ষণস্থায়ী হওয়ায় কোন জায়গা থেকে কোনরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বাঁকুড়া বলে জানা গেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮ । ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির খবর জানা না গেলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।