|
---|
আব্দুস সামাদ জঙ্গিপুর:- সাত সকালে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের দফুড়পুর এম এস কে স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে উদ্ধার এক জুবুকের মৃতদেহ এই নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি।
জানা যায় শনিবার সকালে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের দফোর্পুর গ্রাম পঞ্চায়েতের রওজা পাড়া গ্রাম থেকে উদ্ধার এক যুবুকের মৃতদেহ। যুবকের নাম সামিউল শেখ বয়স আনুমানিক (৩০) পরিবার সূত্রে জানা যায় গতকাল বিদেশ থেকে বাড়ি ফিরেছেন সেই যুবক কিন্তু সে বাড়ি না গিয়ে দফরপুর মুড়েই বসে ছিলেন গত রাত্রে। তার আত্মীয় স্বজনরা তাকে বাড়ি যেতে বললেও তিনি বাড়ি যাননি। এছাড়াও জানা যায় ঠিক তার পরের দিন সকালে অর্থাৎ আজ শনিবার সেই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে রওজা পারা এম এস কে স্কুল মাঠ প্রাঙ্গনে,মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় এটি কোন আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে। কারন তার গলায় রীতিমত আঘাতের চিহ্ন রয়েছে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থানে এসে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এবং সেই স্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।কেনই বা এই খুন,কে করল এই হত্যা, কার হাত রয়েছে এই হত্যার পেছনে, উদ্দেশ্য কি বা ছিলো তাদের, টা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।