|
---|
আজিজুর রহমান, গলসি : ১৬৭ তম হুল দিবস উদযাপিত হল পূর্ব বর্ধমান জেলার গলসি দু’নম্বর ব্লকে। ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গলসি উচ্চ বিদ্যালয় ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি তথা আদিবাসী নেতা দেবু টুডুর আগমন ঘিরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন ব্লক তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তিনি ও খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, বীর স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা সিধু কানু মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করলেন। আদিবাসী নৃত্যের তালে তালে ধামসা মাদল বাজালেন আদিবাসী নেতা দেবু টুডু ও বিধায়ক নবীন চন্দ্র বাগ। সভামঞ্চ থেকে আদিবাসী ওই নেতাদের সাহসিকতার কাহিনী তুলে ধরেন আদিবাসী নেতা দেবু টুডু। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন গলসি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন মন্ডল , ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি গুলমহম্মদ মোল্লা, ব্লক আদিবাসী সেলের সভানেত্রী রুবি মনি কিস্কু, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নবকুমার হাজরা, তৃনমুল সুজিত কুমার সাম, ভূঁড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুবোধ ঘোষ, ব্লক কমিটির মেম্বার, দেবদাস মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় দিয়ে বরণ করলেন আদিবাসী সেলের সভানেত্রী রবি মুনি কিস্কু। পাশাপাশি ওই অনুষ্ঠানে এলাকার বহু আদিবাসী সমাজের মানুষ যোগদান করেন।