|
---|
আজিম শেখ,নতুন গতি,রামপুরহাট: যখন নিচে থেকে উপর পর্যন্ত গেরুয়া শিবিরে আশ্রয় নেবার জন্য ব্যাস্ত ঠিক তখনি তার উল্টো চিত্র টা দেখা গেল বীরভূমের রামপুরহটের কবিচন্দ্রপুর গ্রামে। তাদের বক্তব্য বিজেপির মিথ্যাচারিতা ও দ্বিচারিতার প্রতিবাদে আজ আমাদের রামপুরহাট ১নং ব্লকের কবিচন্দ্রপুর গ্রামের শতাধিক বিজেপি কর্মী মমতা ব্যানার্জীর উন্নয়নে অনুপ্রাণিত হয়ে রাজ্যের কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বলে জানান।
রাজ্যের কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জীর জানান বীরভূমে বিভিন্ন জায়গাতে গেরুয়া ছেড়ে সবুজে এসেছে আমরা মানুষের পাশে আছি তাই মানুষ আমাদের সাথে আছে আগামী দিনে আরো আসবে বলে দাবী।