মাধ্যমিকে রাজ্য প্রথম স্থান দখল করলো বর্ধমানের রৌনক মন্ডল

লু তুব আলী : মাধ্যমিকে রাজ্য প্রথম স্থান দখল করলো বর্ধমানের রৌনক মন্ডল। বর্ধমানের বি সি রোডের সি. এম. হাই স্কুলের ছাত্র রৌ নক মন্ডল মাধ্যমিক পরীক্ষায় কলকাতাকে টেক্কা দিয়ে রাজ্যে প্রথম স্থান দখল করল। এবারে মাধ্যমিকে যুগ্মভাবে হন। রৌন কের প্রাপ্ত নাম্বার ৬৯৩ রনকের বাবা কুন্তল মন্ডল খণ্ডঘোষ এর শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা সুদীপা মন্ডল গৃহবধূ। রৌনক রা বর্ধমান শহরের ১৮নং ওয়ার্ডে ভাত ছালাতে ভাড়া বাড়িতে থাকে। সে সিএমএস ইস্কুলে কে জি থেকে পড়ে। পড়াশোনায় সে ছোট থেকেই বেশ ভালো। ২০২২ এর মাধ্যমিকে যে প্রথম হবে তা ভাবতেই পারেনি। তার আশা ছিল ১ থেকে ১০ এর মধ্যে তার নাম থাকবে। তার এই ফলাফল পূর্ব বর্ধমানের মুখ উজ্জ্বল করেছে বলে তার বিদ্যালয়ের শিক্ষক মশাইরা জানান। রৌণক দিনে গড়ে ৮ ঘন্টা করে পড়াশোনা করত। পড়তে হবে বলে বাবা-মা কোন সময়ই তাকে চাপ দিতেন না। ৭ জন তার প্রাইভেট টিউটর ছিল। তার সবথেকে পছন্দের বিষয় হল জীবন বিজ্ঞান ও গণিত। রৌণক জানাই তার ডাক্তার হওয়ার ইচ্ছা। অনেক মুমূর্ষু রোগী সঠিক চিকিৎসার অভাবে মারা যায় এটা তার কাছে একটা বেদনাদায়ক যন্ত্রণার ব্যাপার বলে সে মনে করে। ডাক্তার হয়ে গবেষণা করে ও চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষের কাজে সে আত্মনিয়োগ করতে চাই। রৌনকের ইচ্ছাকে তার বাবা-মা সঠিকভাবে * করবেন বলে এই প্রতিবেদককে জানান। পড়াশোনার পাশাপাশি সে ভলিবল খেলতে ভালবাসে। অগ্রদূত সংঘ এর মাঠে সে নিয়মিত ভলিবল খেলে। অতি সাধারন ভাবে জীবন যাপন করে। সকলের থেকে যে সে আলাদা এটা সে কাউকে বুঝতে দেয় না। তার ব্যবহারে তার বন্ধুরাও খুব খুশি। এক সাক্ষাৎকারে রৌণক জানায় সত্যজিৎ রায় তাঁর প্রিয় লেখক। ফেলুদা কল্পবিজ্ঞান তাকে বিশেষভাবে স্পর্শ করে। রৌণক এই সিএমএস হাই স্কুল এ একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছে। রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি ও সে ভালো গাইতে পারে।