|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম। রাজনগর আবাদনগরে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট , রাজনগর খয়রাশোল প্রকল্পর পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয় সোসাইটির অফিসে৷ বুধবার বিকেলে আয়োজিত ওই কর্মশালায় বিভিন্ন সংস্থার কর্ণধার, প্রতিনিধিবর্গ হাজির ছিলেন৷ স্বনির্ভর দলের মহিলা সদস্যাদের উপস্থিতিও চোখে পড়ে এদিন৷
উক্ত কর্মশালায় বিশিষ্টদের মধ্যে হাজির ছিলেন সিউড়ি চাইল্ড লাইন থেকে আগত মৃণাল কান্তি চক্রবর্তী, ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে শ্যামশ্রী মুখোপাধ্যায়, সিনির তরফে মৈত্রেয়ী মুখোপাধ্যায় ও সুকান্ত অধিকারী, হেল্প এজ ইন্ডিয়ার পক্ষে প্রভাকর মন্ডল, টেগোর সোইটির তথা আয়োজক ব্যবস্থাপকদের পক্ষে দাবী প্রকল্পর ইউনিট ম্যানেজার চন্দ্রকান্ত দত্ত, গৌরাঙ্গ দাস, বন্ধন ব্যাঙ্কের স্থানীয় শাখার আধিকারিক প্রমুখ৷ উদ্যোক্তা ও আয়োজকরা জানান, ভারত ও বাংলাদেশের কাঠামোগত ভাবে পিছিয়ে পড়া এলাকায় চরম দারিদ্র ও ক্ষুধা নিবারণ প্রকল্প তথা দাবী প্রকল্প বিষয়ে স্থানীয় অসরকারী সংস্থাগুলির সঙ্গে এই নেটওয়ার্কিং কর্মশালার আয়োজন করা হয় এবারও৷ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এদিন মূল্যবান বক্তব্য রাখেন৷ কর্মশালার উদ্দেশ্য সফল করার লক্ষ্যে তাঁরা নির্দিষ্ট কিছু বার্তাও দেন৷ ছিল একাধিক জন সচেতনতার বার্তাও৷ কর্মশালার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত হওয়ার পাশাপাশি বিশেষভাবে সমৃদ্ধ হয়েছেন বলে জানান অংশ গ্রহণকারীদের অনেকে৷ মিডিয়া প্রতিনিধিরাও হাজির ছিলেন এদিন উক্ত কর্মশালায়৷