হরিশ্চন্দ্রপুর থেকে কলকাতা যাওয়ার পথে ৪লক্ষ ২৫ হাজার টাকার পাটের গাড়ি নিখোঁজ

হরিশ্চন্দ্রপুর,মহ:নাজিম আক্তার ৩ নভেম্বর: হরিশ্চন্দ্রপুর থেকে কলকাতা জুট মিলে পৌঁছানোর আগেই পাট ভর্তি লোরি নিখোঁজ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার বারদুয়ারী এলাকার এক পাট ব্যবসায়ীর সঙ্গে। পাট বণিকের নাম অনুজ আগারওয়ালা। বাড়ি হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারী এলাকায়। রবিবার হরিশ্চন্দ্রপুর থানায় পাট বোঝাই লরি নিখোঁজ ডায়েরি করেন।
অনুজ আগারওয়ালা জানান ,২৬ অক্টোবর মালদার সামসি নিউ বেঙ্গল বোর্ড ট্রান্সপোর্ট থেকে লরি নিয়ে ট্রাকভর্তি পার্ট লোড করে হরিশচন্দ্রপুরের বারদুয়ারী থেকে কলকাতার এক জুট মিলে পাঠায়। দুদিনের মধ্যেই লরিটি কলকাতায় পৌঁছে যাওয়ার কথা। সাত দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত লরিটি কলকাতার পাট মিলে পৌঁছায়নি। লোরিটিতে ৬৬টি পাটের বেল রয়েছে। যার ওজন ৯২১০ কেজি। বাজার দর মূল্য চার লক্ষ পঁচিশ হাজার টাকা।

গাড়ির মালিক ও চালক আকবর আলীকে ফোনেও পাওয়া যায়না। গাড়ির চালক আকবর আলীর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার তালসা গ্রামে। গাড়ির মালিক ও চালক এর বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ জানান সর্বপ্রথমে স্থানীয় থানায় অভিযোগ করতে। অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন তদন্তে নেমেছে।
গাড়ি নিখোঁজ হয়ে যাবার খবর পেতেই হরিশ্চন্দ্রপুর ও বারদুয়ারী এলাকা জুড়ে বণিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নর্থ মালদা জুট এসোসিয়েশন এর সম্পাদক গোপাল ভগত জানান এরকম পাট ভর্তি লরি চুরি হয়ে যাচ্ছে, এর আগেও এরকম ঘটনাটি ঘটেছে, আমরা কিভাবে ট্রাকভর্তি পাট কলকাতায় পাঠাব এই নিয়ে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।