সুন্দরবনের ঐতিহ্যবাহী ঘেনার মেলা

নবাব মল্লিক, রায়দিঘী : ভোটের দামামা বেজে গেছে চারিদিকে সাজো সাজো রব। তবে এত সবের মাঝেও রায়দিঘীর কোরালীচকের বহু পুরানো ঐতিহ্যবাহী ঘেনা মেলায় তার বিন্দুমাত্রও প্রভাব পড়েনি। এই মেলার মধ্যে আজও দেখা মেলে পুরানো সেই গ্রামবাংলার সংস্কৃতির। রোজকার একঘেয়ে পরিবেশ থেকে আজও আট থেকে আশি সবার মুখে আনন্দের রেখা ফুটিয়ে তোলে।

    মেলার প্রধান আকর্ষণ ছৌ নাচ, যাত্রাপালা। প্রতিবছর বৈশাখ মাসের ১৩ তারিখে এই মেলা হয়। জানা যায় ঘেনা হালদার নামে জনৈক এক ব্যক্তি প্রথম এই মেলা উদ্বোধন করেন। সেই থেকে লোকমুখে এই মেলা ঘেনার মেলা নামে পরিচিত। মেলাটি এখনও তার উত্তরসূরিরা চালিয়ে যাচ্ছেন।

    মেলা মানেই মিলন ক্ষেত্র আর সেই মেলা যদি হয়ে ওঠে লোকসমাগমে ভরপুর তাহলে তা পরিণত হয় এক অপার আনন্দস্থলে। এই মেলায় প্রায় আনুমানিক দশ হাজার লোকসমাগম হয়েছে বলে উদ্যোক্তারা আমাদের জানান। তবে তাদের আক্ষেপ মূলত ভোট থাকায় রায়দিঘী থানা থেকে কোনোরকম পুলিশি ব্যবস্থা না করায়। তবে সব কিছুকে ছাপিয়ে তাদের এই প্রয়াস যে স্বার্থক তা মেলায় আগত আট থেকে আশি সকলের মুখে হাসি থেকেই সহজেই অনুমেয়।