|
---|
খান আরশাদ; রাজনগর: বীরভূম জেলার রাজনগরে ভবানীপুর অঞ্চল তৃণমূল আদিবাসী সেলের পক্ষ থেকে গতকাল ছিল নির্বাচনী প্রচার মিছিল। রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের নতুনগ্রাম সংসদের তৃণমূল আদিবাসী কর্মী সমর্থকরা নতুনগ্রামে এই উপলক্ষে একটি পথ মিছিল করেন।
বীরভূম লোকসভা কেন্দ্রের তৃনমূল মনোনীত প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রাজনগর ব্লক যুব তৃনমূলের সভাপতি রানা প্রতাপ রায়ের নেতৃত্বে এই মিছিল বের হয়। এই উপলক্ষে একটি আদিবাসী নৃত্যানুষ্ঠানের আয়োজনও করা হয় এদিন। রাজনগর ব্লক যুব তৃণমূলের সভাপতি রানা প্রতাপ রায় বলেন, এই এলাকার নব্বই শতাংশ আদিবাসী মানুষ তাঁদের সঙ্গে আছে। এই এলাকার আদিবাসীদের উন্নয়নে অনেক কাজই করেছে তৃণমূল সরকার। অরুণ কোড়াঁ বলেন, বাম আমলে এই এলাকার আদিবাসীরা চরম অবহেলিত ও দুর্দশার মধ্যে ছিল। মা-মাটি-মানুষের সরকারের আমলে এদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। এছাড়াও এখানে যোগাযোগ ব্যাবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তাই এখানকার আদিবাসীরা মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে শতাব্দী রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এবারের লোকসভা ভোটে ভবানীপুর অঞ্চল থেকে প্রায় চার হাজার ভোটে তৃণমূল লিড পাবে।
এদিনের ভোট প্রচার উপস্থিত ছিলেন, স্থানীয় তৃনমূল নেতা রানা প্রতাপ রায়, বামাপদ ঘোষ, অরুন কোড়া, হেমলাল কিস্কু সহ অন্যান্য কর্মী সমর্থকরা।