শুভদীপ পতি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় HPL লিঙ্ক রোডে আজ রাত সাড়ে বারটা নাগাদ এক তেল ট্যাঙ্কার (WB29B3042) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর চালক এবং খালাসি পলাতক।