|
---|
বিশেষ প্রতিবেদন; নতুন গতি: বেলা যত গড়াবে, তাপমাত্রার পারদও তত চরবে৷ তীব্র গরমে নাজেহাল হবে শহরবাসী৷
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে৷ গতকাল কলকাতায় ছিল এই মরশুমের সবথেকে উষ্ণতম দিন৷ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা আজ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷
রোদের তেজে হাঁসফাঁস গরমে নাজেহাল হবে শহরবাসী৷ সেই সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা হবে৷
আগামিকাল অর্থাৎ সোমবার থেকে বইতে পারে লু৷ সেই কারণে ভরদুপুরে রাস্তায় বেরোনোর উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে৷
রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪০ ডিগ্রিতে৷ রেকর্ড গরম পড়ার আশঙ্কা রয়েছে চলতি বছরে।
এরমধ্যেই আরও খারাপ খবর শোনালেন আবহাওয়াবিদরা৷ তারা স্পষ্ট জানিয়েছেন, এই তীব্র গরম থেকে আপাতত রেহাই মেলার কোনও সম্ভাবনাই নেই৷ কারণ আগামী বেশ কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা না থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং সহ পাঁচ জেলার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।